Watermark Publication Logo

চিন্তার বিনির্মাণ

চিন্তার বিনির্মাণ

চিন্তা-ই মূল চালিকাশক্তি, ব্যক্তি ও সমাজ উভয়ের ক্ষেত্রেই। চিন্তা পঙ্কিল হলে সমাজ থেকে নিয়ে ব্যক্তির পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ওয়াটারমার্ক পাবলিকেশন বিশ্বাস করে পঙ্কিল, ভ্রান্ত, আবিল থেকে বিশুদ্ধ, পবিত্র ও আলোকময় চিন্তার চর্চা-ই পারে বর্তমান ও ভবিষ্যতের ইতিবাচক নির্মাণকে নিশ্চিত করতে। স্থায়ী পরিবর্তনের লক্ষ্যে এটা ওয়াটারমার্কের অন্যতম কর্মক্ষেত্র ।

বর্তমান প্রাসঙ্গিকতা

বর্তমান প্রাসঙ্গিকতা

গোটা চরাচর-ই যেন বর্তমানের মাঝে নিমজ্জিত। প্রত্যেক অতীত সতত বর্তমানের মোহনায় এসে বিলীন হয়ে যাচ্ছে যেন। ওয়াটারমার্ক পাবলিকেশন সময়ের তিন ধারার সাথে বিশেষভাবে সম্পর্কিত। বর্তমানের সাথে তার সম্পর্ক প্রাসঙ্গিকতার। সে চায় বর্তমানের সাথে ইতিবাচকভাবে প্রাসঙ্গিক থাকতে। জীবন ও জগতের বর্তমান সমস্যাদি নিয়ে তার মাথাব্যাথা ।

অতীতসূত্রকে আঁকড়ে ধরা

অতীতসূত্রকে আঁকড়ে ধরা

আইজ্যাক নিউটন একবার বলেছিলেন, “আমি যা কিছুই সামনে দেখতে পাই তা তো প্রাক্তন দিগগজদের ঘাড়ের ওপর ভর দিয়েই সম্ভব হয়েছে”। ওয়াটারমার্ক অতীতকে আঁকড়ে ধরতে চায়। অতীত মানেই যে আলোকজ্জ্বল এমন কোনো কথা নেই। এখানে অতীত বলতে আমাদের সেই সোনালী অতীত উদ্দেশ্য যেই অতীতে জগতের বুকে এসেছিলেন সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ।

অনাগত দিনের রুপরেখা

 অনাগত দিনের রুপরেখা

পরিবর্তন বিশ্বের স্বাভাবিক নিয়ম। আমাদের সকল কাজের লক্ষ্য সামনের দিনগুলোর স্বাভাবিক অবশ্যম্ভাবী পরিবর্তনকে সঠিক খাতে প্রবাহিত করা। যেন আগামীর সভ্যতার সাংস্কৃতিক অববাহিকা পায় বিশুদ্ধ চিন্তার দৃঢ় ভিত্তি