
হাউ টু রিড এ্যা বুক
বই অধ্যয়ন বা পড়ার ব্যাপারে আপনার ধারণা কি? মনে হতে পারে, বই পড়া তো খুবই সহজ কাজ। বই হাতে নেবো। গটগট করে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যাবো। পড়তে থাকবো। আনন্দিত হবো। রোমাঞ্চিত হবো। এখানেই তো সমস্যা। গোড়াতেই তো গলদ হয়ে গেলো। বই পড়াটাও এক ধরণের শিল্প। প্রত্যেক শিল্পের মত এরও কিছু নিয়ম-কানুন আছে। সেই নিয়ম-কানুনগুলো শিখতে হয়। চর্চা করতে হয়। অন্য যেকোনো শিল্প শেখার মত এটা শিখতেও ধৈর্য, পরিশ্রম ও সময়ের দরকার। তবেই যেয়ে বইটা পড়াটা সত্যিকারার্থে উপকারী হয়। বই পড়তে হলে পাঠককে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। তবে এর আগে লেখককে নিজের আত্মপক্ষ সমর্থনে নিজের মত করে সকল কথা বলতে দিতে হবে। তার সমালোচনার আগে তার ছাত্র হয়ে, হাঁটু গেঁড়ে তার কাছ থেকে শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু কি এতটুকুই? বই পড়ার আগে, বই পড়ার সময়, বই পড়ার পর কত শত কাজ করলে পরে সত্যিকারার্থে “পড়া”র কাজ হয়। বই পড়ার সাতকাহন নিয়ে আসছে এ্যাডলার জে. মর্টাইমারের বেস্টসেলার চিরসবুজ ধ্রুপদী গ্রন্থ “হাউ টু রিড এ্যা বুক”। যা আপনাকে নিয়ে যাবে অধ্যয়ন শিল্পের গভীরে। লেখক আপনাকে চিনিয়ে দেবেন অধ্যয়ন-জগতের নানা গলি-ঘুপচি। সতর্ক করবেন। বলে দেবেন এই ফাঁদে পা দিও না। ওদিকে যেয়ো না। সেদিকে যাও। নানা জটিলতা উত্তরণের পথ দেখিয়ে দেবেন। কখন যে লেখকের যাদুকরী লেখার প্রেমে পড়ে যাবেন তা বুঝতেও পারবেন না। তো চলে আসুন পড়তে পড়তে, পড়ার জগতে। স্বাগতম আপনাকে !
প্রকাশক | |
লেখক | |
অনুবাদক | |
বিষয় | |
ISBN | 978-984-29003-2-7 |
পৃষ্ঠা | 224 |
বাঁধাই | পেপার ব্যাক |